loading...

আরবদেশ গুলিতে রমজানের আগেই নিত্যপণ্যের নানা অফার

0

 

মোঃস্বপন মজুমদার বাহরাইন থেকে:

বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরবদেশ গুলিতে
রমজানের আগেই নিত্যপণ্যের নানা অফার

পবিএ রমজানুল মুবারক মাসকে স্বাগত জানিয়ে এবং রোজাদারদের সম্মানে আগেভাগেই নিত্যপণ্যের বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা,

এজন্য অধিকাংশ নিত্যখাদ্য পণ্যের দোকান বা বড় বড় সুপার মার্কেটগুলোতে লাগানো হয়েছে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত নানা রকম পোস্টার। এমনকি মসজিদগুলোতে নামাজ আদায় শেষে মুসল্লিরা যাওয়ার সময় তাদের হাতেও ধরিয়ে দেয়া হচ্ছে এসব পোস্টার।

আবার বাসা-বাড়ির দরজায় বা গেটেও পোস্টার বিতরণ করতে দেখা যায়। যেন মহান আল্লাহ্ তায়ালার নৈকট্য লাভের অপূর্ব সুযোগ হারাতে চাচ্ছেন না তারা। ফলে পবিএ রমজান আসার আগেই রোজাদারদের প্রতি ব্যবসায়ীদের আগাম এই অপার শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।

অথচ বাংলাদেশে পবিএ মাহে রমজান আসার আগে থেকেই নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি বারবার তাগিদ দিয়ে আসলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কে শোনে কার কথা।

যেন সারা বছর এ মাসটির জন্য অপেক্ষায় থাকেন মুনাফাখোর ব্যবসায়ীরা।

আর পবিএ মাহে রমজান আসার আগেই বিশেষ মূল্যছাড় প্রতিযোগিতায় নেমে পড়েন বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের ব্যবসায়ীরা।

loading...