loading...

এবার জনসচেতনতায় তিশা ও চঞ্চল

0

 

শিমুল শাখাওয়াতঃ

সম্প্রতি দেশের জনপ্রিয় দুই মিডিয়া মুখ তিশা ও চঞ্চলকে মাসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণায় দেখা যাচ্ছে। টিভি,পত্রিকা ও ফেসবুকের কল্যানে তাদের বিজ্ঞাপনের বিষয়বস্তু এখন মানুষের মুখে মুখে।

মেয়েদের প্রাকৃতিক ও স্বাভাবিক বিষয় মাসিক নিয়ে জনসচেতনতায় কাজ করা ‘ঋতু’ প্রকল্পের প্রচারণা কাজের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা, নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী।

বিজ্ঞাপনগুলো প্রচারের মূল উদ্দেশ্য হলো – মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয় এবং এ বিষয়ে অযথা সংকোচ বা কুসংস্কারের বিপরীতে যথাযথ সচেতনতা ও সঠিক স্বাস্থ্যব্যবস্থাপনা খুব জরুরী। কেননা, মাসিক বিষয়ে অসচেতনতা ও ভ্রান্ত ধারনার কারনে আমাদের দেশের অসংখ্য মেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এছাড়া পর্যাপ্ত মাসিকবান্ধব টয়লেট ও যথাযথ স্বাস্থ্যব্যবস্থাপনার অভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অসংখ্য মেয়ে অনুপস্থিত থাকে।
যার ফলে দেশের শিক্ষা ও প্রবৃদ্ধির উপরেও নেতিবাচক প্রভাব পড়ে।

তিশা ও চঞ্চলের সাথে যোগাযোগ করে জানা যায়, তারা সানন্দে এই ধরনের জনসচেতনতামূলক কাজে অংশ নিয়েছেন। তাঁরা দুজনেই মনে করেন, এইসব সংবেদনশীল বিষয়ে গণসচেতনতা তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

loading...
%d bloggers like this: