loading...

সারাদেশের ন্যায় মহেশপুরেও প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী-২০১৮ পরীক্ষা শুরু

0
সেলিম রেজা, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ শুরু হলো।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা । পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। মনোরম পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা।
উক্ত পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ ও সার্বিক খোঁজ খবর নিয়ে জানাযায়,কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষক/শিক্ষিকাসহ সকলে নিজ দায়িত্বে এ কেন্দ্রে সুষ্ঠভাবে পরীক্ষা পর্যবেক্ষন করছেন।
কোমল মতি শিশুরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। প্রাথমিক সমাপনীর সূচি: ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা। ইবতেদায়ি সমাপনীর সূচি: ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৫ নভেম্বর গণিত এবং ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ।
loading...