আসাদ তালুকদার:
শুক্রবার(৯ নভেম্বর) রাতে নেত্রকোনা সদর হাসপাতালের জরুরী বিভাগে ডাক্তার না থাকায় রোগীরা ভোগান্তির শিকার হয়।
রাত নয়টায় জেলা সদরের জয়নগরের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (৪৫) নামে একজন রোগী গ্যাস্ট্রিক জনিত পেটে প্রচন্ড ব্যথার কারনে চিকিৎসা নিতে আসেন সদর হাসপাতালে। কর্তব্যরত ডাক্তার না থাকায় পলাশ নামের একজন মেডিকেল এসিস্ট্যান্ট কিছু ঔষুধ লিখে দেন। পরে ফার্মেসী থেকে এই ঔষুধ কিনে খাওয়ার সাথে সাথেই ব্যথা চরম আকার ধারণ করে। পরে রোগী ও রোগীর স্বজনরা আবার হাসপাতালে এসে এর কারন জানতে চান। রোগীর স্বজনরা বলেন, উনি যে ডাক্তার না সেটা আগে বলেননি। উল্টা-পাল্টা ঔষুধ দেয়ার রোগীর ব্যথা বেড়েছে। একপর্যায়ে রোগীর স্বজনরা বিক্ষোভ আরম্ভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডেপুটি সিভিল সার্জন ডা. নিলোৎপল দত্ত। তিনি রোগীর স্বজনদের কাছে এবিষয়ে দুঃখ প্রকাশ করে পুনরায় ব্যবস্থাপত্র লিখে দেন।
উল্লেখ্য, এঘটনার তিন ঘন্টা আগে থেকে জরুরী বিভাগে দায়িত্বরত কোন ডাক্তার ছিলনা। কোন ডাক্তার ডিউটিতে আছেন জানতে চাইলে তিনি বলেন, আমি ঠিক বলতে পারছিনা। রোস্টার দেখে বলতে হবে।