loading...

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কারাগার পরিদর্শন

0

তারেক আহম্মেদ-চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো চীফঃ-

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম। বৃহস্পতিবার সকালে তাঁরা কারাগার পরিদর্শনে যান।

পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম প্রতিবেদককে জানান, প্রতি মাসেই চলমান কার্যক্রম হিসেবে জেলখানা পরিদর্শন করি আমরা। জেল খানার কয়েদিদের খাবারের মান, চিকিৎসা, অনিয়মসহ নানা দিক আমরা দেখে থাকি। কোন রকম অনিয়ম হলে শাস্তির ব্যবস্থাও করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এখন থেকে চেষ্টা থাকবে প্রতি মাসেই জেল খানা জেলা প্রশাসক মহোদয়সহ আমরা পরিদর্শনে যাব। মানবিক দিক বিবেচনা করে আমরা অনেক কয়েদির সুযোগ সুবিধারও পরামর্শ প্রদান করে থাকি।

এ সময় জেল সুপার মো. শফিকুল ইসলাম খানসহ উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম কারাগারের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

loading...