loading...

ময়মনসিংহে ট্রাক সিএনজি দুর্ঘটনায় কনস্টেবলসহ নিহত ২

0


ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস মোড় এলাকায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তারা হলেন- গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল সাইফুল ও হাশেম (২৮) নামে এক যুবক।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম দুর্নীতি বার্তাকে  বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার মোড়ে দাঁড়িয়ে থাকা পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশা ও মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সম্ভবত ট্রাক চালক ঘুমিয়ে গিয়েছিলেন। এ কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই যানগুলোকে ধাক্কা দেয়। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

loading...