loading...

নড়াইলে ১০ বোতল ফেন্সিডিল সহ নারী মাদকব্যাবসাহী গ্রেপ্তার

0
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক নারী মাদকব্যাবসাহী গ্রেপ্তার।গ্রেপ্তারকৃত নারী মাদকব্যাবসাহীর নাম কহিনুর বেগম (৪৭) সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের বসিন্দা।
 ২৩ মে গোপন সংবাদের ভিত্তিতে  আই জমারত,এ এস আই সোহেল,এ এস আই নাহিদ ,মোস্তফা বায়েজিদ,ওলিয়ার,সুজন,সোহাগ সঙ্গীও ফোর্সসহ লোহাগড়া থানাধীন নোয়াগ্রামের মাদক ব্যাবসায়ী কহিনুর বেগম এর বাড়ি থেকে (১০) বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
loading...