loading...

বেনাপোলে পুটখালি সীমান্ত থেকে শিশুসহ ১৩ নারী-পুরুষ আটক

0

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি :

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় শিশুসহ ১৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। রোববার দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, ভারত থেকে অবৈধ পথে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু পার হয়ে পুটখালী গ্রামের পশ্চিম পাড়া একটি আম বাগানে অবস্থান করছে- এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তিনজন পুরুষ, ছয়জন নারী ও চার শিশুকে আটক করে।

এদের বাড়ি যশোর, নড়াইল গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। আটকদের অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

loading...