loading...

বদলগাছীতে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০১৮ পালিত

0

প্রতিনিধি বদলগাছী ( নওগাঁ ) ঃ

সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলাতেও ২০১৮ ইং সালের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে । এ উপলক্ষে আজ সোমবার বদলগাছী মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা সাড়ে ১১ টায় বদলগাছী মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যেগে ও মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ ঐ স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলেদিয়ে এই উৎসবের উদ্বোধন করেন ।

নতুন বই পাওয়ার আশায় ঐ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের যেন এক আনন্দমেলা বসেছিলো । বই পাওয়া কিছু শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে তাঁরা খুব আনন্দিত।
বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসির রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ছানাউল হাবীব,

আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ ও বদলগাছী প্রেসক্লাবের সম্পাদক সানজাদ রয়েল সাগর সহ উক্ত স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ।

এর আগে বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলেদেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রাথমিক শিক্ষা অফিসার।

loading...