loading...

নতুন বছর

0

আনোয়ারুল বারী সুমন:
আসছে নতুন বছর, ভুলে যাই পুরাতন দুঃখ-বেদনা, জরাজীর্ণ নতুন আলোয় সাজাই নতুন বছর উদ্ভাসিত হউক প্রতিটি নতুন মুহুর্ত।

ক্লান্তি, বেদনা পাওয়া না পাওয়া সব ভুলে নতুন ভোরের প্রত্যাশায় নতুন একটি সূর্য, এক চিলতে রোদ এই নিয়ে হোক পথ চলা।

হিংসা-বিদ্বেষ, রাগ-ক্ষোভ সব যাই ভুলে
আসুন নতুন বছরকে সাজাই হৃদয়টা মোদের ঢেলে।

loading...